Sunday, February 14, 2010

রোদেলা আকাশ

রোদেলা আকাশ, ফুলের সুবাস,
ভেসে আসে ওই সুদূর থেকে
পাহাড় চূড়ায় ছেড়া ছেড়া মেঘ
আকাশের নীলে, ওই সবুজের মাঝে

তোমাকেই খোঁজে এই মন
ছিলে তুমি পাশে যখন
ভালবেসে বলেছো তখন
যাবেনা ছেড়ে এ ভুবন

চোখ বুঁজে আমি হারিয়ে যাই
কোন অজানায়, কোন ভাবনায়
আজ নেই তুমি পাশে আমার
হারিয়ে গেছো দূর অজানায়

নদীর স্রোতে, পাখীর গানে
ভোরের কুয়াশায় এলো শিশিরে শ্রাবণ
সাদা সাদা কাশফুল কেপে কেপে ওঠে
তোমায় ভেবে, শুধু তোমায় খুঁজে

মেঘ হয়ে হাসছো কি তুমি
ওই নীল আকাশের কোনে
তারা হয়ে জ্বলছো কি তুমি
মিটিমিটি নক্ষত্রের মাঝে

3 comments:

  1. দোস্ত তুই আবার কবে ব্যান্ড করতি? good writing. কাউকে য়াড্রেস করে লিখা নাকি?

    ReplyDelete
  2. থ্যাংস দোস্ত। আমাদের পিটসবার্গে যে নতুন ব্যান্ড করলাম সেটার জন্য লেখা। ঈদের অনুষ্ঠানের ভিডিও দেখছিস না? এতদিন আমরা অন্যদের গান গাইছি। এখন নিজেদের লেখা আর সুর করা গান গাওয়া শুরু করছি।

    আর এইটা কাউকে এ্যাড্রেস করে লেখি নাই। একটা সুর মাথায় ঘুরতেছিল সেটার সাথে মিলায় কথাগুলা লিখলাম। কয়েক লাইন লেখার পর নিজে থেকেই গানে একটা থিম চলে আসছে।

    ReplyDelete
  3. parle ganer ekta portion link die de

    ReplyDelete