Sunday, February 14, 2010

রোদেলা আকাশ

রোদেলা আকাশ, ফুলের সুবাস,
ভেসে আসে ওই সুদূর থেকে
পাহাড় চূড়ায় ছেড়া ছেড়া মেঘ
আকাশের নীলে, ওই সবুজের মাঝে

তোমাকেই খোঁজে এই মন
ছিলে তুমি পাশে যখন
ভালবেসে বলেছো তখন
যাবেনা ছেড়ে এ ভুবন

চোখ বুঁজে আমি হারিয়ে যাই
কোন অজানায়, কোন ভাবনায়
আজ নেই তুমি পাশে আমার
হারিয়ে গেছো দূর অজানায়

নদীর স্রোতে, পাখীর গানে
ভোরের কুয়াশায় এলো শিশিরে শ্রাবণ
সাদা সাদা কাশফুল কেপে কেপে ওঠে
তোমায় ভেবে, শুধু তোমায় খুঁজে

মেঘ হয়ে হাসছো কি তুমি
ওই নীল আকাশের কোনে
তারা হয়ে জ্বলছো কি তুমি
মিটিমিটি নক্ষত্রের মাঝে

তোমার স্মৃতি

তোমাকেই ভালবেসে, ওই চোখেতে চোখ রেখে আমি দেখেছিলাম এই পৃথিবী
অভিমানে চলে গেলে, আমায় একা ফেলে, আর বলে গেলে, তুমি নও আমার
কতরাত কেটে গেল নির্ঘুম তোমার আশায়, তবু এলে না, ফিরে আজো
চার দেয়ালের মাঝে, বিষাদময় এ দিনগুলো, কাটছে একা, বড় এলোমেলো

চাই না আমি সুখের আশা, চাই না ভালবাসা
থেমে যাওয়া এই জীবনে, শুধুই হতাশা
একা বসে ভাবি, নিরবে পথ চেয়ে
ফেলে আসা দিনগুলো, কখনও পাবো কি দেখা?

এই মনে আজ তুমি শুধু তুমি কেন দেখা দাও
ওই আকশের নীলে কেন তুমি হারিয়ে যাও
এই বেদনা হৃদয়ে, মনের কান্না আজ জমে আছে কতো যে
শেষ বিকেলের রোদে তোমারই স্মৃতি শুধুই ফিরে আসে

হিমেল ভোরের শুকনো পাতাগুলো মৃদু বাতাসে ঝরে এলোমেলো
নদীর ঢেউয়ের মাঝে যেন ক্লান্তি ভেঙ্গে পড়ে, অশ্রু হয়ে বৃষ্টিধারা
সময় গিয়েছে থেমে, একাকী এই আমি, রয়ে গেছি শুণ্য আজ এই ঘরে
বেদনা জেগে ওঠে কেন ক্ষনে ক্ষনে এ মনে, কেন পারিনা ভুলতে তোমায়